স্বদেশ ডেস্ক:
‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা ফতেহি এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে তিনি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতেও নোরা সমান দক্ষ। ফ্যাশন সচেতন হিসেবে তার খ্যাতি রয়েছে। সেই উদাহরণ মাঝে মধ্যেই পাওয়া যায়। এবার নতুন লুকে নজর কাড়লেন তিনি।
নোরা ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, পরনে কালো ও সোনালি রঙের মনোকিনি, মাথায় মুকুট, পায়ে সোনালি রঙের জুতা। পুরোপুরি রানির মতো দেখাচ্ছে। এমন লুকে প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। স্পটবয় এক প্রতিবেদনে জানায়, দুবাইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য এই লুকে ফটোশুটে অংশ নেন নোরা।