স্বদেশ ডেস্ক: ঘুম থেকে ওঠার পরই কানের ভেতর অদ্ভুত এক শব্দ অনুভব করলেন এক নারী। ভেবেছিলেন কানে হয়তো কোনোভাবে পানি ঢুকেছে অথবা অ্যালার্জি হতে পারে। কিন্তু তার সমস্ত ধারণাই ভুল প্রমাণিত হয় সত্যটা জানার পর। কানের ভেতর বিষাক্ত এক মাকড়সা বাসা বানিয়ে বসে আছে।
এ ঘটনা জানার পর আতঙ্কিত হয়ে যান ওই নারী। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা সুসি টোরেসের সঙ্গে। কয়েক দিন ধরে তার বাঁ দিকের কানে অস্বস্তি হচ্ছিল। প্রথমে তিনি ভেবেছিলেন, সামান্য পানি ঢুকেছে হয়তো। তাই শুনতে কিছুটা অসুবিধা হচ্ছিল। কিন্তু সমস্যা না কমায় চিকিৎসকের পরামর্শ নিতে যান তিনি।
এদিকে চিকিৎসক তার কান পরীক্ষা করে ভয়ে পালিয়ে যান। ডেকে আনেন তার আরেক সহকর্মীকে। প্রথমে তিনি ভেবেছিলেন, কানের ভেতর হয়তো ছারপোকা ছিল। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন সুসি। কিন্তু পরে জানা যায়, ছারপোকা নয়, কানের ভেতরে বিষাক্ত মাকড়সা রয়েছে। চিকিৎসকরা তাকে জানান, কান থেকে একটি বিষাক্ত মাকড়সা বের করা হয়েছে। মাকড়সাগুলো কামড়ালে পেশির যন্ত্রণা এবং শ্বাসকষ্ট হয়। মাকড়সাগুলো আক্রমণাত্মক স্বভাবের না হওয়ায় তাকে কামড় দেয়নি।
কানের মধ্যে ছারপোকা বা অন্য কিছু ঢুকে পড়লে হালকা গরম তেল দিয়ে ওগুলোকে বের করে আনা উচিত বলে ওই নারীকে সতর্ক করেন চিকিৎসকরা। সুসি জানিয়েছেন, তিনি এখন কানে তুলা গুঁজে ঘুমান, যাতে মাকড়সা বা ছারপোকা ঢুকতে না পারে।