রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

অনেক বড় স্বপ্ন মারিয়াদের

অনেক বড় স্বপ্ন মারিয়াদের

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ (চূড়ান্তপর্ব) খেলতে ৫ সেপ্টেম্বর থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। আগামী ১৫-২৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের চনবুরিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপ থেকে লড়বে গোলাম রব্বানী ছোটনের দল। যেখানে মারিয়াদের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, জাপান এবং অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং ভিয়েতনাম। আসরে এবার কঠিন লড়াইয়ের আভাস দিয়েছেন লাল-সবুজদের গোলাম রব্বানী। ফল যে কোনো কিছু হতে আগাম আভাসও দিয়ে রাখলেন।

২০১৭ সালেও চূড়ান্তপর্বে খেলেছিল বাংলাদেশ। সেবার ভালো করতে পারেনি। জাপান, উত্তর কোরিয়া, অস্ট্রেলিয়াÑ এ তিন দলের বিপক্ষেই হেরেছিল। এবার ভিন্ন কিছুর প্রত্যাশা বাংলাদেশ কোচের। টুর্নামেন্ট সামনে রেখে গোলাম রব্বানী জানান, গতবারের চেয়ে এবার প্রত্যাশা অনেক। কারণ সেবার প্রথমবারের মতো খেলেছি। এই লেভেলে খেলার অভিজ্ঞতা ছিল না। জাপান, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে খেলা সহজ নয়। টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে আমরা দেশের বাইরে অনুশীলন ক্যাম্প করেছি। দক্ষিণ কোরিয়া এবং চীনে প্রস্তুতি ম্যাচ খেলেছি। এবার আমরা দুই ধাপে বাছাইপর্ব খেলেছি। প্রথম ধাপে ঢাকায় চ্যাম্পিয়ন হওয়ার পর, দ্বিতীয় ধাপে খেলেছি। অনেক কঠিন প্রতিপক্ষকে পেছনে ফেলে চূড়ান্তপর্বে উঠে এসেছি।

এএফসির অধিভুক্ত ৪৭ থেকে দেশ বাছাইপর্বে অংশ নেয়। এবার দুই ধাপে বাছাইপর্ব হয়েছে। প্রথম পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। সেটি ঢাকাতে গত বছর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্ব এ বছরের শুরুতে হয়। সেখানে রানার্সআপ হওয়ার সুবাদে সুপার এইটে অর্থাৎ চূড়ান্তপর্বে খেলার টিকিট পায় মারিয়া, আঁখিরা। ৪৭ দেশ থেকে সেরা ৮-এ উঠে আসা চাট্টিখানি কথা নয়। এটিকে অনেক বড় প্রাপ্তি মানছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী। এই রাউন্ডে খেলার জন্য তার দল প্রস্তুত বলেও জানান, ‘৪৭ দেশ থেকে সুপার এইট। চূড়ান্তপর্বে সব দলই কঠিন এবং শক্তিশালী। আমাদের মেয়েদেরও শক্তি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। গত দুই বছর তারা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। শিরোপা জিতেছে। বয়সভিত্তিক দলে যেমন খেলেছে, তেমনি জাতীয় দলেও খেলেছে। তারা এখন অনেক অভিজ্ঞ।’

উত্তর কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলের হার দিয়ে গতবার চূড়ান্তপর্বের মিশন শুরু করে বাংলাদেশ। শেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ গোলের হার দিয়ে। এবার গ্রুপে উত্তর কোরিয়া নেই। যারা আছে তারাও বেশ শক্তিশালী। জাপান গতবার ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। এবারও জাপান গ্রুপে আছে। তবে গ্রুপে কে আছে কে নেই সেসব নিয়ে ভাবনা নেই বাংলাদেশ কোচের। দলকে ভালোভাবে প্রস্তুত করেছেন, তাতেই খুশি। প্রস্তুতি সম্পর্কে গোলাম রব্বানী জানান, ‘প্রস্তুতি মোটামুটি হয়েছে। মেয়েরা অনুশীলনের ভেতরেই ছিল। কখনো দুই বেলা, কখনও তিন বেলা আবার এক বেলাও অনুশীলন করেছে। আজ (গতকাল) সকালে সব শেষ অনুশীলন হয়েছে। সবাই সুস্থ আছে, কোনো ইনজুরি সমস্যা নেই।

২৩ সদস্যের চূড়ান্ত দলে এবার নতুন মুখ ১২ জন। বয়সের কারণে আগের ১২ জন বাদ পড়েছেন। পুরনো ১১ জনের মধ্যে মারিয়া (অধিনায়ক), আঁখি, নাজমা, মাহমুদা, আনুচিং, আনাই, তহুরা আছেন। এদের নিয়েই স্বপ্নজাল বুনছেন। থাইল্যান্ডের ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন লাল-সবুজের কোচ, ‘মেয়েরা আগের চেয়ে যে উন্নতি করেছে তার প্রতিফলন আবারও চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করা। গতবার আমরা নতুন ছিলাম। অনেক ভুলভ্রান্তি ছিল। আশা করি এবার তা হবে না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। ফল যে কোনো কিছুই হতে পারে।’

৮ দল থেকে সেরা দুই দল পাবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ^কাপে খেলার টিকিট, যা আগামী বছর সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে। স্বাগতিক হওয়ার সুবাদে চূড়ান্তপর্বে না খেলেও ফিফা বিশ^কাপের টিকিট ইতোমধ্যে পেয়ে গেছে ভারত। উত্তর কোরিয়া বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে থাকছে বিশ^কাপে। ১৬ দল নিয়ে হবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ^কাপ, যার বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। বিশ^কাপে খেলবে লাল-সবুজের বাংলাদেশÑ মারিয়াদের নিয়ে এমন স্বপ্নই দেখছেন কোচ গোলাম রব্বানী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877