স্বদেশ ডেস্ক:
অবশেষে ভারতের ভিসা পেলেন উসমান খাজা। ফলে জাতীয় দলের সঙ্গে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আর বাধা রইল না এই অস্ট্রেলিয়ান ওপেনারের।
এর আগে অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররা ভারতের বিমানে চড়ে বসলেও ভিসা জটিলতায় যেতে পারেননি খাজা। তার কারণ অবশ্য জানা যায়নি। তবে তার শরীরে ‘পাকিস্তানি’ ট্যাগের কারণেই কি এমনটি হয়েছে? পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম ‘ডন’ অবশ্য দাবি করেছে, দুই দেশের বৈরি সম্পর্কের ঢেউ এসে আছড়ে পড়ছে ক্রীড়াঙ্গনেও।
বোর্ডার-গাভাস্কার ট্রফি ৪ ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে। এই সফরকে সামনে রেখে বুধবার অস্ট্রেলিয়ান দলের খেলোয়াড় ও কর্মীরা সিডনি থেকে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেন। এর পর সোশ্যাল মিডিয়ায় হতাশা উগড়ে দেন উসমান খাজা।