স্বদেশ ডেস্ক:
কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে এফডিসি থেকে পরিচালক শফিক হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টায় এফডিসির ক্যান্টিন থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক শিহাব উদ্দিন চৌধুরী।
তিনি জানান, নির্মাতা শফিক হাসান ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ধূমকেতু’ সিনেমা দুটির ইউটিউব স্বত্ব আর টিভি স্বত্ব বিক্রি করেন লাইভ টেকনোলজিসের কাছে। সেই সিনেমার প্রযোজক দেশের বাইরে থাকায় রুবেল নামে ভুয়া প্রযোজক সাজিয়ে সিনেমা দুটি এটিএন বাংলার কাছে বিক্রি করেন নির্মাতা শফিক। এ বাবদ প্রায় ১০ লাখ টাকাও নেন তিনি।
জানা গেছে, গত রোববার জামিনের জন্য শফিক হাসানকে আদালতে তোলা হয়। কিন্তু শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে দেন।
উল্লেখ্য, ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, পরী মণি, তানহা তাসনিয়া, নাজনীন হ্যাপি, আলী রাজ, দিতি, অমিত হাসান, সিবা শানু, রেবেকাসহ অনেকে। আর ‘স্বপ্ন ছোঁয়া’য় অভিনয় করেছেন সাইমন সাদিক, ববি, তানভীর খান, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, মিশা সওদাগরসহ অনেকে।