বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

ফরিদপুরে ২ যুবকের পেটে ৫ হাজার পিস ইয়াবা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

স্বদেশ ডেস্ক:

কক্সবাজার থেকে আসা দু’যুবকের পেট থেকে পাঁচ হাজার পিস ইয়াবা বের করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

মঙ্গলবার সন্ধ্যায় সেগুলো বের করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন।

অভিযুক্ত যুবকরা হলেন ইব্রাহিম ও সৈয়দ নুর। ইব্রাহিম গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা। আর সৈয়দ নুরের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে আটক করা হয় ইব্রাহিম ও সৈয়দ নুরকে। এরপর ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিসের টয়লেটে নিয়ে তাদের পেট থেকে পাঁচ হাজারের অধিক ইয়াবা ক্যাপসুল বের করা হয়। এর মধ্যে ইব্রাহিমের পেট থেকে সাড়ে তিন হাজার পিচ ও সৈয়দ নুরের পেট থেকে ১৮৫০ পিস ইয়াবা বের করা সম্ভব হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, পেটে আরো ইয়াবা আছে। সেগুলো বের করার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, আটক যুবকরা ৫০টি ইয়াবা বিশেষভাবে স্কচটেপ দিয়ে মুড়িয়ে একেকটি ক্যাপসুল তৈরি করেছে। এরপর সেগুলো জুস বা কলার সাথে গিলে সাপ্লাই দেয়ার জন্য নিয়ে এসেছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ