স্বদেশ ডেস্ক:
কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে দখলে নেয় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এই অঞ্চলসহ রাশিয়ার দখলে যাওয়া সকল ভূখণ্ড পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন। তবে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ক্রিমিয়া আর কখনই ইউক্রেনের অংশ হবে না। খবর রয়টার্সের।
গতকাল সোমবার ইউক্রেনে পশ্চিমাদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনাকারী মিলানোভিচ জানান, তিনি চান না তার দেশ ইউক্রেনে ১১ মাস ধরে চলা যুদ্ধের সম্ভাব্য ভয়াবহ পরিণতির মুখোমুখি হোক।
মিলানোভিচ বলেন, ইউক্রেনে জার্মান ট্যাংকের প্রবেশ, রাশিয়াকে চীনের দিকে আরও ঠেলে দেবে এবং এটা স্পষ্ট যে ক্রিমিয়া আর কখনই ইউক্রেনের অংশ হবে না।
২০১৪ সালে রাশিয়া কৃষ্ণসাগরীয় উপদ্বীপটি দখল করে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নিলেও বিশ্বের বেশির ভাগ দেশই এর স্বীকৃতি দেয়নি।