বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

শাহরুখকে নিয়ে ২০ বছর আগের মন্তব্যে আলোচনায় নেহা

শাহরুখকে নিয়ে ২০ বছর আগের মন্তব্যে আলোচনায় নেহা

স্বদেশ ডেস্ক:

চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বলিউড কিং শাহরুখ খানের। সিনেমাটি দেখে উল্লাসে মেতেছেন অভিনেত্রী নেহা ধুপিয়া।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০ বছর আগে নেহা ধুপিয়া মন্তব্য করেছিলেন, ‘হয় যৌনতা বিক্রি হয়, না হলে শাহরুখ খান।’ পাঠান ছবির চমকপ্রদ সাফল্যের পর ২০ বছর আগের সেই মন্তব্য আবার প্রকাশ্যে আসে। পাঠান অল্প কিছুদিনের মধ্যেই ৪০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল শনিবার এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘প্রায় দুই দশক আগে নেহা ধুপিয়া মন্তব্য করেছিলেন, “শুধু যৌনতা অথবা শাহরুখ খান বিক্রি হয়।” আজকের দিনেও সেই কথা কতখানি সত্যি?’

উত্তরে নেহা লেখেন, ‘২০ বছর পেরিয়েও এ কথা সত্যি। এটা কোনো অভিনেতার ক্যারিয়ার নয়, রাজার রাজত্ব।’ এই মন্তব্যে শাহরুখকে ট্যাগ দিয়ে ‘কিং খান’ হ্যাশট্যাগ জুড়ে দেন তিনি।

২০০৪ সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নেহাকে ‘জুলি’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি ‘সেক্স সিম্বল’ তকমা নিয়ে একেবারেই ভাবেন না বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877