রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

ঢাকায় আগাম জন্মদিন পালন করলেন ফেলুদা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: ভারতের জন‌প্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্ম‌দিন আগামী ৮ সে‌প্টেম্বর। তবে মজার বিষয় হচ্ছে কাঙ্ক্ষিত দিন আসার আগেই ঘটা করে পালন করা হলো ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘গ‌ণ্ডি সন্ধ্যা’ শিরোনামের অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটেন সব্যসাচী। এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, অপর্ণা খান, নির্মাতা ফাখরুল আরেফিন খান, তা‌রিক আনাম খান, প্রযোজক স‌মি‌তির সভাপ‌তি খোরশেদ আলম খসরুসহ অনেকে।

এদিকে, আজ থেকে শুরু হচ্ছে ফাখরুল আরেফিন খানের ‘গ‌ণ্ডি’ ছবির শেষ অংশের শুটিং। এতে অংশ নিতে গতকাল সন্ধ্যায় ঢাকায় আসেন সব্যসাচী। আয়োজনের শেষ মুহূ‌র্তে এসে নির্মাতা ফাখরুল আরেফিন খান বলেন, ‘আমা‌দের প্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী স্যা‌রের জন্ম‌দিন আগামী ৮ সে‌প্টেম্বর। আজ‌কে সবাইকে নিয়ে আমরা প্রিয় এই মানুষটির জন্মদিন পালন করতে চাই।’

এ সময় সব্যসাচী বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছ থেকে আমি প্রচুর ভালবাসা পেয়েছি। আজকের আয়োজনটির কথা আমি কোনদিন ভুলব না।’

শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘গণ্ডি’। ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। এতে আরও অভিনয় করছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, ফিয়োনা ও কলকাতার পায়েল মুখার্জি। ২০২০ সালের শুরুতে ছবিটি মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা ফাখরুল আরেফিন খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ