বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

অঘোষিত সফরে ইসরাইল ও ফিলিস্তিনে সিআইএ প্রধান

অঘোষিত সফরে ইসরাইল ও ফিলিস্তিনে সিআইএ প্রধান

স্বদেশ ডেস্ক:

ইসরাইল ও ফিলিস্তিনের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই অঘোষিত সফরে গেছেন যুক্তরাষ্ট্রের সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স অ্যাজেন্সি) প্রধান উইলিয়াম বার্নস।

আনাদোলু নিউজ অ্যাজেন্সি এই খবর জানিয়েছে।

শুক্রবার ইসরাইলি ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, বৃহস্পতিবার কোনো ঘোষণা না দিয়েই তেল আবিব সফরে গেছেন বার্নস। এবং মোসাদের প্রধান ডেভিড বার্নিয়াসহ উর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন।

এই ঘটনা থেকে বোঝা যায় যে বার্নস ফিলিস্তিনি অঞ্চলগুলোতেও গেছেন। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সফরের পরই গেলেন বার্নস। চলতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ওয়াশিংটনের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের ফিলিস্তিনি অঞ্চল এবং ইসরাইল সফরে যাওয়ার কথা রয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার ইসরাইলের সাথে নিরাপত্তা সমন্বয় বন্ধের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের অভিযানে নয় ফিলিস্তিনি নিহত এবং ২০ জন আহতের ঘটনার এই সিদ্ধান্ত নেয়া হয়।

মার্কিন প্রশাসন ফিলিস্তিন ও ইসরাইল উভয়পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। এবং ইসরাইলের সাথে নিরাপত্তা সমন্বয় বন্ধ করার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877