শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

আড়াইবাড়ী দরবারের বার্ষিক মাহফিল আজ

আড়াইবাড়ী দরবারের বার্ষিক মাহফিল আজ

স্বদেশ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবারের ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে আজ।

শুক্রবার বাদ জুমা দরবার শরীফ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, মাহফিলে সভাপতিত্ব করবেন মরহুম গোলাম হাক্কানী র:-এর সাহেবজাদা, মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী র:-এর বড়ভাই আমেরিকা প্রবাসী আল্লামা হযরত মাওলানা পীরজাদা এ বি এম গোলাম কিবরিয়া সাঈদী।

দরবারের বর্তমান গদ্দিনেশিন পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদীর পরিচালনায় এ মাহফিলে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা হযরত মাওলানা আনোয়ার হোসেন তাহের আল-জাবেরী, প্রিন্সিপাল আল্লামা ড. সাইয়্যেদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী, ড. ফয়জুল হক, মাওলানা এম হাসিবুর রহমান, হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশ্রাফী, মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা মিজানুর রহমান আতিকী, পীরজাদা গোলাম কবির সাঈদী, পীরজাদা হাফেজ শাফাকাত মো: গোলাম সোবহানী সাঈদীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।

মাহফিলে যোগ দিয়ে অশেষ নেকী হাসিলের জন্য গোলাম খাবীর সাঈদী ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877