শুক্রবার, ২৪ মে ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে বিমান ঘাঁটির বিনিময়ে সহজে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ: প্রধানমন্ত্রী প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ যখন বাংলাদেশে পৌঁছতে পারে রাইসিকে শেষ বিদায় জানাতে ইরানে হাজারো মানুষের ঢল আ’লীগের দীর্ঘমেয়াদে ক্ষমতা ভোগের স্বপ্ন কখনোই পূরণ হবে না : মির্জা ফখরুল কলকাতায় আজীম হত্যা : যা জানালেন বন্ধু গোপাল বিশ্বাস যুক্তরাষ্ট্রের লাগাম টেনে ধরেছেন রিশাদ সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জব্দের নির্দেশ গ্রেপ্তার হলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ টাকা ফেরত দিয়ে খালাস পেলেন ইভ্যালির রাসেল-শামীমা
খুলনায় বিএনপির ৬৩ নেতাকর্মী কারাগারে

খুলনায় বিএনপির ৬৩ নেতাকর্মী কারাগারে

স্বদেশ ডেস্ক:

খুলনায় পুলিশের দায়ের করা নাশকতা ও সহিংসতার তিন মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৬৩ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার তারা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। জজ এস এম আশিকুর রহমান আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তিন অভিযুক্ত জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর শাখার সদস্য মোল্লা ফরিদ আহমেদ ও সদর থানা যুবদল নেতা মাহমুদ হাসান বিপ্লব গুরুতর অসুস্থ থাকায় তাদের জামিনের বিশেষ আবেদন করা হয়। আবেদনের বিষয়ে শুনানি হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৩টা) আদালত তাদের বিষয়ে কোনো আদেশ দেননি।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা অভিযোগ করেন, গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ বানচাল করতে খুলনার প্রতিটি থানায় পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হযরানিমূলক নাশকতা, সহিংসতা ও সরকার উৎখাত পরিকল্পনার অভিযোগে গায়েবি মামলা করে। এসব মামলায় প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। অন্যরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন। তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর হয়েছে।

খুলনা সদর, সোনাডাঙ্গা এবং লবনচরা থানার এ তিন মামলায় অন্য যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, সদস্য গাজী আফসার উদ্দিন, কাজী শফিকুল ইসলাম, মাসুদ খান বাদল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ, সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল সদর থানা আহ্বায়ক খায়রুজ্জামান সজীব, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, বিএনপি নেতা জালু মিয়া, ফারুক আহমেদ, জামাল উদ্দিন মোড়ল, শহিদ খান ও নাসিম আহমেদ।

শুনানিকালে আদালতে অভিযুক্তদের পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ, গাজী আব্দুল বারী, এস আর ফারুক, মাসুদ হোসেন রনি, মোমরেজুল ইসলাম, আখতার জাহান রুকু, মশিউর রহমান নান্নু, তৌহিদুর রহমান চৌধুরী তুষারসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এদিকে আদেশ ঘোষণার পর আদালত প্রাঙ্গনে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিথ্যা বানোয়াট রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং অবৈধ সরকারের পদত্যাগ দাবি করে মিছিল করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877