শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

কারামুক্ত হলেন বিএনপি নেতা খোকন-মিলন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

স্বদেশ ডেস্ক:

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

আজ বুধবার দুপুর ২টার দিকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। কারাগারের বাইরে এলে নেতাকর্মীরা তাদের ফুল ছিটিয়ে বরণ করেন।

কেরানীগঞ্জ থেকে তারা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন। এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক।

গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় তারা আজ বের হন।

এর আগে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হন খায়রুল কবির খোকনসহ ৪৫০ জন নেতাকর্মী। তাদের মধ্যে ৪৪৫ জনের জামিন নামঞ্জুর কারাগারে পাঠান আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ