স্বদেশ ডেস্ক:
ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার সেনা নিহত বা আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের সেনা হতাহতের সংখ্যা এক লাখ এবং বেসামরিক নাগরিক মারা গেছেন ৩০ হাজার। নরওয়ের সেনা প্রধান গতকাল রোববার এ হিসেব প্রকাশ করেন। খবর এএফপি’র।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৩৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে কোনও দেশের পক্ষ থেকেই হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।
তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে নরওয়ের সেনাপ্রধান দেরী না করে ইউক্রেনকে যুদ্ধ ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন।