শনিবার, ০৪ মে ২০২৪, ১২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে বাংলাদেশের জয়রথ থামালো দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে বাংলাদেশের জয়রথ থামালো দক্ষিণ আফ্রিকা

স্বদেশ ডেস্ক:

বিশ্বকাপে বাংলাদেশের জয়রথ থামালো দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেল উড়তে থাকা বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ নারী দল।
শনিবার দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ নারী দলের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত হারতে হয়েছে ৫ উইকেটে। ফলে শেষ আটে যাবার লড়াই কঠিন হয়ে গেলো বাংলাদেশের জন্য।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ২৬ রানে, ৪.৩ ওভারে ১২ রান করে ফিরেন মিষ্টি রানী সাহা। পরের জুটিতে আসে ২৫ রান, ২০ বলে ১৭ করে আউট হন দিলারা আক্তার। আরো ৫ রান যোগ হতেই আফিয়া হুমায়রাকেও হারায় বাংলাদেশ, ৩৩ বলে মাত্র ২১ রান করেন হুমায়রা।

তবে এরপর সুমাইয়া আক্তার ও স্বর্নালী আক্তার মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৩১ রান। তাদের জুটিতে মনে হচ্ছিল বড় কোনো সংগ্রহের পথেই হাঁটছে বাঘিনীরা, তবে দলীয় ৮৭ রানে স্বর্নালী আক্তার ১৮ বলে ২০ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এক বল পরেই ০ রানে ফেরেন মারুফা আক্তার। তবে ষষ্ঠ উইকেট জুটিতে সুমাইয়া ও রাবেয়া খান মিলে ১৯ রান যোগ করেন। ফলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১০৬ রান।

বল হাতেও দারুণ শুরু পায় জুনিয়র টাইগ্রীসরা, মাত্র ৩৩ রানেই দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নেয় বাংলার নারীরা। এলান্ড্রি জানসে দলীয় ৪ রানেই ফেরেন রান আউট হয়ে। তবে দ্বিতীয় উইকেটে ২৬ রান যোগ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রোটিয়ারা। কিন্তু নিজের প্রথম ওভার করতে এসেই সাইমন লরেন্সকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রাবেয়া খাতুন। লরেন্স করেন ২২ রান।

পরের ওভারে এসে এবার দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দেন রাবেয়া। প্রথম কায়লা রেনেকে আউট করেন ব্যক্তিগত ৪ রানে, এক বল পরেই ০ রানে আউট করে মাইনে স্মিটকে। তবে এরপরই ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৭০ রান যোগ করেন ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো।

প্রোটিয়াদের প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ৩৮ বলে ৩৭ রান করে আউট হন ম্যাডিসন ল্যান্ডসম্যান। তখন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩ রান। ম্যাডিসন আউট হলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন কারাবো মেসো। ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। মেসো অপরাজিত থাকেন ৩০ বলে ৩২ রান করে।

এত আগে টানা তিন জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে পা রাখে দিশা বিশ্বাদের দল। যেখানে দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৫ জানুয়ারি আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগ্রীসরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877