মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

নিউইয়র্কে কর্ণফুলী ট্রাভেল্সের ওমরা হজ্ব বিষয়ক কর্মশালা

নিউইয়র্কে কর্ণফুলী ট্রাভেল্সের ওমরা হজ্ব বিষয়ক কর্মশালা

স্বদেশ ডেস্ক: নিউইয়র্কে কর্ণফুলী ট্রাভেলস অফিসে গত ৩ জানুয়ারী ওমরা হজ্ব বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ওমরা হজ্ব পালনের পদ্ধতি, হাজীদের সেবা প্রদান, বিধিবিধানসহ ওমরা হজ্ব পালনের যাবতীয় পরামর্শ দেওয়া হয়।
কর্ণফুলী ট্রাভেলস’র কর্ণধার মো. সেলিম হারুন জানান, কর্ণফুলী ট্রাভেল্স এর প্রথম ওমরা হজ্ব গ্রুপ গত ৫ আগষ্ট ২০২২ ওমরা পালনে গিয়েছিলো। তারপর থেকে পর্যায়ক্রমে প্রতি মাসে কর্ণফুলী ট্রাভেল্স এর তত্ত্বাবধানে ২/৩ টা করে গ্রুপ ওমরা হজ্বে যাচ্ছে। মো. সেলিম হারুন জানান, প্রতিটা গ্রুপই ৫ তারকা হোটেল থাকে। প্রতি প্যাকেজে সার্ভিসের মধ্যে থাকে এয়ার লাইন্স টিকিট, ৫ তারকা হোটেল, ভিসা, ট্রান্সপোটেশন, এয়ারপোর্ট থেকে পিকআপ, এয়ারপোর্টে ড্রপঅফসহ ওমরা হজ্ব গাইড। মো. সেলিম হারুন বলেন, এছাড়াও সৌদিতে যেকোন প্রকার সহযোগিতার জন্য আমাদের নিজস্ব গাইড থাকে। আমাদের প্যাকেজে হোটেল রুম শেয়ার নয়, আমরা ফ্যামিলিওয়াইজ রুম দিয়ে থাকি। শুধুমাত্র প্যাকেজের মূল্য যাতে সাধ্যের মধ্যে থাকে সেক্ষেত্রে সিঙ্গেলদের রুম শেয়ার করা হয়। তিনি বলেন, আমরা ২০২৩ সালে প্রথম যে গ্রুপ ১৬ জানুয়ারী পাঠিয়েছি, তাদের সবাইকে ৩ জানুয়ারী আমাদের নিজস্ব অফিসে আসার জন্য অনুরোধ করেছিলাম, অনেকে এসেছেন আবার অনেকেই সময়ের অভাবে আসতে পারেননি। ইতিমধ্যে ওই গ্রুপের সব হাজীরা মক্কা-মদিনায় অবস্থান করছেন। কর্ণফুলী ট্রাভেল্স দীর্ঘদিন আপনাদের সহযোগিতায় এই ভাবে সেবা দিয়ে যাচ্ছে। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসে যোগাযোগ করুন, ফোন: ৭১৮-২০৫-৬০৫০/৯১৭-৬৯১-৭৭২১।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877