স্বদেশ ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান ইজারা না নিয়ে নিজস্ব বিমান ব্যবহার করবে।
জাতীয় পতাকাবাহী সংস্থাটির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, ‘যেহেতু আমরা লিজ প্রক্রিয়া থেকে উপকৃত হই না, তাই আমরা হজ ফ্লাইটের জন্য আমাদের নিজস্ব বিমান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।’
বুধবার আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছে বিমান কর্তৃপক্ষ।
বিমানের সিইও বলেন, হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার জন্য আমরা আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে।
গত বছরের হজ ফ্লাইটের অভিজ্ঞতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি গত বছরের হজ ফ্লাইটের জন্য তার চারটি ওয়াইডবডি প্লেন ব্যবহার করা হয়েছিল।
ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান ইউএনবিকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্স এ বছর ৫০ শতাংশ হজযাত্রী বহন করবে।
তিনি আরো বলেন, ২০২৩ সালের সৌদি-বাংলাদেশ হজ চুক্তি অনুযায়ী বাংলাদেশী হজযাত্রীরা এ বছর সম্পূর্ণ কোটা অনুযায়ী হজ করতে পারবেন।
ধর্মমন্ত্রী বলেন, ২৫-৩০ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হবে।
প্যাকেজের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর দাম বাড়ানো হবে না।
তিনি বলেন, ‘ডলারের বর্ধিত দামের জন্য যাত্রীদের কিছুটা বেশি খরচ করতে হতে পারে।’ এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করতে পারবেন।
ফরিদুল হক খান বলেন, হজে বয়সসীমা প্রত্যাহার করা হয়েছে এবং ৬৫ বছরের বেশি বয়সী বাংলাদেশীরা এ বছর হজ করতে পারবেন।
তিনি বলেন, ‘রুট টু মক্কা’ চুক্তির আওতায় সকল বাংলাদেশী হজযাত্রীর প্রি-এরাইভেল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হবে। তবে, কোভিড-১৯ পরিস্থিতি খারাপ হলে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের অনুমোদিত সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিতে পারে।
সূত্র : ইউএনবি