রবিবার, ২৫ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ন

ইরানের ট্যাঙ্কার আদ্রিয়ান দারিয়াকে কালো তালিকাভূক্ত যুক্তরাষ্ট্রের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্র শুক্রবার ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরআগে জাহাজটি জিব্রাল্টার প্রণালীতে কয়েক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছিল। এটি আটক রাখতে ওয়াশিংটনের প্রচেষ্টা চালানো সত্ত্বেও পরে ট্যাঙ্কারটিকে ছেড়ে দেয়া হয়। খবর এএফপি’র।

মার্কিন অর্থমন্ত্রনালয় জানায়, সন্ত্রাস দমন আদেশের আওতায় গ্রেস-১ হিসেবে পরিচিত ট্যাঙ্কারটিকে ‘কালো তালিকাভূক্ত’ করা হয়েছে।

ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ২০১৫ সালে করা যুগান্তকারী পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে।

মাত্র দু’সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এ ট্যাঙ্কারের ক্রূ’র ভিসা নিষিদ্ধ করার হুমকি দেয়।

ওয়াশিংটন বলছে, এ জাহাজে করে অপরিশোধিত তেল বহন করায় চূড়ান্তভাবে ইরানের ইসলামিক রিভল্যুশনারি কর্পস-কুদস ফোর্স লাভবান হচ্ছে। এ বাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ