শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশে আসতে পারেন মেসিরা, জানা গেল সময়

বাংলাদেশে আসতে পারেন মেসিরা, জানা গেল সময়

স্বদেশ ডেস্ক:

অসংখ্য হাহাকারের ভিড়ে সুসংবাদ দিল বাফুফে। কোনো অর্জন কিংবা পুরস্কারের ঘোষণা নয়, বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে লিওনেল মেসিসহ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী বহর পা রাখবে বাংলাদেশে।

যদিও এখনো কাগজে-কলমে সিদ্ধান্ত হয়নি, তবে বাফুফে বস কাজী সালাউদ্দীন দাবি করেছেন বাংলাদেশে আসতে মৌখিকভাবে সম্মতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন। ধারণা করা হচ্ছে- জুনের ফিফা উইন্ডোতে ঢাকার মাঠ মাতাবেন মেসি-ডি মারিয়ারা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, লিওনেল মেসিদের বাংলাদেশে আসাটা অনেকটাই নিশ্চিত। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির পরামর্শে একটি দল বাছাই করা হবে। ধারণা করা হচ্ছে- ১২ জুন থেকে ২০ জুনের মধ্যে হতে পারে ম্যাচটি।

এর আগে এক যুগ আগে ২০১১ সালে বাংলাদেশে আসে আর্জেন্টিনা দল। সেবার প্রায় ৪০ কোটি টাকা খরচ করে আর্জেন্টিনাকে আতিথেয়তা দেয় বাফুফে। তবে এবার তা বেড়ে যাবে কয়েকগুণ, ধারণা করা হচ্ছে- খরচ হতে পারে শত কোটির ওপরে।

এই ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন ‘মেসিরা এর আগে আমাদের এখানে একবার খেলে গেছেন। এটুকু বলতে পারি, আগের বারের চেয়ে এবার অনেক বেশি সুবিধা দেয়া হবে তাদের।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877