স্বদেশ ডেস্ক:
মাশরাফি বিন মর্তুজায় মজেছেন ইমাদ ওয়াসিম। পাকিস্তানি এই তারকা অলরাউন্ডার মুগ্ধ মাশরাফির নেতৃত্ব গুণে, এমনকি মাশরাফির অধীনে খেলতে পারাকে সৌভাগ্য বলেও আখ্যা দিয়েছেন তিনি। এই সময় মাশরাফিকে তার দেখা অন্যতম সেরা ক্রিকেটার বলেও দাবি করেন ইমাদ।
গতকাল ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়ে আসরে টানা পঞ্চম জয় তুলে নেয় সিলেট। যেই জয়ে ব্যাটে-বলে বড় ভূমিকা ইমাদ ওয়াসিমের, বল হাতে ৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ১১ রান। ফলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। সেই পুরস্কার নিতে এসে অধিনায়ক সম্পর্কে প্রশংসার ঝুলি খোলে বসেন ইমাদ।
এই সময় সাংবাদিকদেরকে ইমাদ বলেন, ‘মাশরাফি ২০ বছর যাবর খেলেছে। তার সম্পর্কে আমি কী বলবো! সে একজন কিংবদন্তি। একজন দারুণ নেতা ও দারুণ মানুষ। সে ক্রিকেটের চড়াই-উতরাই সব জানে, ২০০০ সাল থেকে সে ক্রিকেট খেলছে। সে কতটা ভালো, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ নেই আমার কাছে। তার প্রতি আমার পরিপূর্ণ সম্মান রয়েছে।’
এই সময় ইসলাম ধর্মীয় শিক্ষা অনুযায়ী বড় ভাইদের সম্মান করা ও নেতার নেতৃত্ব মেনে তাকে অনুসরণ করাকেও দায়িত্ব বলে মনে করেন ইমাদ ওয়াসিম। তিনি বলেন, ‘আমরা মুসলিম, আমরা বড় ভাইদের সম্মান করি। সে আমাদের বড় ভাই, আমি তাকে সম্মান করি। সে আমাদের নেতা, সে আমাদের যা-ই বলে আমাদের সেটাই অনুসরণ করতে হবে।’
একই সাথে মাশরাফিকে তার দেখা অন্যতম সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে ইমাদ ওয়াসিম বলেন, ‘সে এখনো তার খেলাটা উপভোগ করে। আমার মতে আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে সে অন্যতম সেরা।’