শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

টুইটার, অ্যামাজনের পর এবার গণছাঁটাইয়ের পথে ভোডাফোন

টুইটার, অ্যামাজনের পর এবার গণছাঁটাইয়ের পথে ভোডাফোন

স্বদেশ ডেস্ক:

টুইটার, অ্যামাজনের পর গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে আরো এক বহুদেশীয় সংস্থা। চাকরি হারাতে পারেন শত শত কর্মী। সংবাদ সংস্থা ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ দাবি করেছে, জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। শত শত কর্মীকে সংস্থা থেকে স্বল্প নোটিসে ছাঁটাই করা হতে পারে।

বিশ্বের নানা প্রান্তের কর্মীদের ছাঁটাই করবে ভোডাফোন। তবে এই গণছাঁটাইয়ের সবচেয়ে বেশি কোপ পড়তে পারে সংস্থার মূল অফিস লন্ডনে। গত ৫ বছরে এত বড় গণছাঁটাই প্রক্রিয়া ভোডাফোনে হয়নি।

বিশ্বের বাজারে যে ভোডাফোন খুব একটা লাভের মুখ দেখছে না, তা আগেই জানিয়েছিল সংস্থা। গত নভেম্বরে তারা ঘোষণা করেছিল খরচ বাঁচানোর জন্য আগামী দিনে বেশ কিছু পদক্ষেপ করা হবে। ২০২৬ সালের মধ্যে প্রায় ১০৮ কোটি টাকার ব্যয় সংকোচনের কথা জানিয়েছিল ভোডাফোন। শুধু ভোডাফোন নয়, ইউরোপের অন্য টেলিকম সংস্থাগুলোও সাম্প্রতিক অতীতে ক্ষতির সম্মুখীন হয়েছে। মূলত, মূল্যবৃদ্ধি এবং সুদের হার বৃদ্ধির ফলেই ব্যবসায় মন্দা, দাবি কর্তৃপক্ষের।

বিশ্বজুড়ে ভোডাফোনে চাকরি করেন প্রায় এক লাখ চার হাজার মানুষ। ভারতেও এই সংস্থার সাথে যুক্ত অনেকে। ভোডাফোনের গ্রাহকও রয়েছে অনেক। এই দেশে ভোডাফোন, ‘ভোডাফোন আইডিয়া’ নামে পরিচিত। ভারতে এই সংস্থার গণছাঁটাইয়ের কেমন প্রভাব পড়তে চলেছে, তা এখনো স্পষ্ট নয়।

গত বছরের শেষ দিকে ভোডাফোনের সিইও নিক রিড ইস্তফা দিয়েছেন। তার আমলে সংস্থা তার ৪০ শতাংশ মূল্য খুইয়েছে। তার ইস্তফার পর সংস্থার অন্তর্বর্তিকালীন সিইও হয়েছেন ডেলা ভালে।

সম্প্রতি হাঙ্গেরিতে ভোডাফোন তার ব্যবসার পাট চুকিয়েছে। একটি স্থানীয় আইটি সংস্থার কাছে বিক্রি করে দেয়া হয়েছে ভোডাফোনের ওই দেশের ব্যবসায়িক শেয়ার। তারপর গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলো সংস্থাটি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877