স্বদেশ ডেস্ক:
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে শনিবার দিবাগত রাত ১২টা থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম ইজতেমা ময়দানের পাশে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানান।
তিনি বলেন, আখেরি মোনাজাতে দূর-দূরান্ত থেকে অনেক লোক অংশগ্রহণ করবেন। সেজন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এর অংশ হিসেবে রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে।
সড়কগুলো হলো- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত, খামারপাড়া রোড, আশুলিয়া সড়কে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত।
যানজট এড়াতে বাইপাস সড়ক ব্যবহারের জন্য চলাচলকারীদের অনুরোধ জানান তিনি।