রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

ইরানে সাবেক প্রতিরক্ষামন্ত্রীর ফাঁসি কার্যকর

ইরানে সাবেক প্রতিরক্ষামন্ত্রীর ফাঁসি কার্যকর

স্বদেশ ডেস্ক:

ইরানে দেশটির সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলিরেজা আকবরির ফাঁসি কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে তার এই শাস্তি হয় বলে বিচার বিভাগীয় সংবাদমাধ্যম শনিবার সকালে এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক আকবরি ‘দুনিয়ার বুকে দুর্নীতি’ এবং ব্রিটিশ গোয়েন্দা বিভাগের পক্ষে গুপ্তচরবৃত্তির জন্য দণ্ডিত হন।

এতে আরো বলা হয়, ‘গোয়েন্দা তথ্য পাচার করার মাধ্যমে তিনি দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার জন্য ক্ষতিকর’ কাজের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

এতে দাবি করা হয়, তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছিলেন, ইরানি গোয়েন্দা বিভাগকে ব্যর্থ করে দিতে ছদ্মবেশি সংস্থা খুলেছিলেন, অস্ট্রিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে গোয়েন্দা বৈঠক করেছিলেন। তিনি তার দেশের সাথে বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছিলেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ইতোপূর্বে আকবরির মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেীছলেন, ‘এটি হলো একটি বর্বর জান্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ। এটি মানব জীবনের প্রতি পুরোপুরি অবমাননাকর।’ যুক্তরাষ্ট্রও ফাঁসি কার্যকর না করার আহ্বান জানিয়েছিল।

আকবরির বিরুদ্ধে ইরানের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার তথ্য পাচারের অভিযোগ রয়েছে। এদের মধ্যে রয়েছেন দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ। ২০২০ সালে তেহরানের কাছে একটি শহরে তাকে অতর্কিত হামলায় হত্যা করা হয়। ইরান এ কাজের জন্য ইসরাইলকে দায়ী করেছিল।

ইরানি বিচার বিভাগ জানঅয়, আকবরি ২০০৪ সালে ব্রিটিশ গোয়েন্দাদের সাথে কাজ করা শুরু করেছিলেন। পাঁচ বছর পর তিনি দেশ ত্যাগ করেন। ২০০৯ সালে ব্রিটেনের পরামর্শে তিনি দেশত্যাগ করেছিলেন। পরে কাজ অব্যাহত রাখার জন্য আবার ইরানে প্রবেশ করেন। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।

তাকে কবে গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য ইরান দেয়নি। তবে ২০১৯ সালে তাকে হেফাজতে নেয়ার কথা প্রকাশ করে।
সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877