স্বদেশ ডেস্ক:
নিজের স্মৃতিচারণমূলক গ্রন্থ থেকে পরিবারের অংশ বাদ দিয়েছিলে প্রিন্স হ্যারি। কারণ, ব্রিটিশ রাজপুত্রের ধারণা পরিবার সম্পর্কিত আলাপ সামনে এলে তাকে তার পরিবারের সদস্যরা কখনোই ক্ষমা করবে না। ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফে শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে এমন দাবিই করা হয়েছে।
প্রিন্স হ্যারির দাবি, তার কাছে আরও একটি বই লেখার মতো যথেষ্ট উপকরণ আছে। যেখানে তার ভাই প্রিন্স উইলিয়াম ও বাবা রাজা তৃতীয় চার্লসের সাথে সম্পর্কের আলাপই বেশি।
সদ্য প্রকাশিত তার বই ‘স্পেয়ার’ সম্পর্কে হ্যারি বলেছেন, ‘বইটির প্রথম খসড়া ছিল আলাদা। এটা ছিল ৮০০ পৃষ্ঠার, আর বর্তমানে এটিকে ৪০০ পৃষ্ঠায় নামিয়ে আনা হয়েছে।’ প্রিন্স হ্যারি বলেছেন, ‘সেখানে কিছু বিষয় ঘটেছিল, বিশেষ করে আমি ও আমার ভাই এবং কিছু আমি এবং আমার বাবার মধ্যে। আমি চাইনি সেগুলো বিশ্ব জানুক। কারণ, আমার মনে হয়েছে তারা (বাবা-ভাই) কখনোই আমাকে ক্ষমা করতে পারতো না।’