স্বদেশ ডেস্ক:
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পিরোজপুরে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ মোট ১৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এহসান গ্রুপের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে (৭০) অবশেষে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে। গ্রেপ্তার মাওলানা আব্দুর রব খান এহসান গ্রুপের প্রধান উপদেষ্টা এবং পিরোজপুর শহরের খলিশাখালী আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা ও জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার পরিচালক।
২০১১ সালে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাগীব আহসান তার স্ত্রী সালমা আহসানকে চেয়ারম্যান করে এহসান রিয়েল এস্টেট নামে প্রতিষ্ঠান খোলেন এবং এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্ঠা হন রাগিব আহসানের বাবা মাওলানা আব্দুর রব খান। এরপর রাগীব আহসানসহ তার ভাইয়েরা ওয়াজ মাহফিলের মাধ্যমে পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠির সাধারণ মানুষদের মাঝে প্রচারণা চালান যে, তাদের প্রতিষ্ঠানে এক লাখ টাকা বিনিয়োগ করলে সুদবিহীন প্রতি মাসে দুই হাজার টাকা লভ্যাংশ পাবেন। তাদের প্রলোভনে পড়ে মানুষ ১০ বছর, ছয় বছর, ৫৬ মাস ও ৫৪ মাস মেয়াদে বিনিয়োগ করে।
এলাকার মসজিদের ইমামসহ বিভিন্ন লোকজনকে তার প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার হিসেবে নিয়োগসহ তিন জেলাকে ১১টি জোনে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়। ফিল্ড অফিসাররা আত্মীয়-স্বজনসহ সাধারণ মানুষকে প্রলোভনে ফেলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে এহসান গ্রুপে। বর্তমানে এসব মামলায় আব্দুর রব খানের চার ছেলেই কারাগারে আটক রয়েছেন।