স্বদেশ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে ট্রেনের ছাদে উঠে সেলফি নেয়ার সময় পড়ে গিয়েএক যুবক মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছের আরো একজন।
শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের ইনচার্জ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শুক্রবার সন্ধা ৬টায় দিনাজপুরের পারবতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি লোকাল ট্রেন বদরগঞ্জ অতিক্রম করে ১৩ নম্বর ঘূমটির কাছে গেলে এই ঘটনা ঘটে। এ সময় দুই যুবক ট্রেনের উপরে উঠে সেলফি তুলছিলেন। পড়ে গিয়ে সাথে সাথেই একজন মারা যান।
নিহত ওই যুবকের নাম মিজানুর রহমান(২৮)। তিনি রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার শাহ আলম মিয়ার ছেলে। তবে এ ঘটনায় ছাদ থেকে পড়ে যাওয়া অপরজনের খোঁজ পাওয়া যায়নি।
স্টেশন সূত্র জানিয়েছে, ওই দুই যুবক বদরগঞ্জ থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।