বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

অবিকল মৃণাল সেনের লুকে চঞ্চল চৌধুরী!

অবিকল মৃণাল সেনের লুকে চঞ্চল চৌধুরী!

স্বদেশ ডেস্ক:

কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিক তৈরি হচ্ছে টলিউডে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমার নাম-ভূমিকায় রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এরপরেই জানা গেছে সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। সম্প্রতি সৃজিতের ‘পদাতিক’ সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অমিতাভ বচ্চন। এরই মধ্যে সৃজিতের ‘পদাতিক’ সিনেমা নিয়ে টলিপাড়ায় আলোচনা, গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তা বোঝাই যাচ্ছে।

‘পদাতিক’ সিনেমাতে মৃণাল সেন হয়ে চঞ্চল চৌধুরীর লুক দেখে সিনেপ্রেমীরা একেবারে হতবাক। মৃণাল সেনের চেহারার সঙ্গে চঞ্চল চৌধুরীর অবিকল মিল খুঁজে পাচ্ছেন সবাই। প্রকাশ্যে এসেছে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষের লুকও। শুধু তাই নয়, মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তী।

কলকাতা চলচ্চিত্র উৎসবে আড্ডা দিতে দেখা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তখনই সৃজিত জানিয়েছিলেন চঞ্চলের সঙ্গে কাজ করবেন তিনি। জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই সিনেমার শুটিং। সৃজিতের কথায়, অনেক বায়োপিক তৈরি করেছি। তবে মৃণাল সেনের বায়োপিক খুব বড় চ্যালেঞ্জ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন থেকে জানা যায়, সংবাদ মাধ্যমকে সৃজিত জানিয়েছেন,‘চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের মিল রয়েছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877