স্বদেশ ডেস্ক: উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির বিরুদ্ধে মামলা দায়ের করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উগান্ডান শিক্ষার্থী হিলারি সেগুয়া। প্রেসিডেন্ট টুইটারে সেগুয়াকে ব্লক করায় মামলাটি করেছেন তিনি।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর অর্জনকারী হিলারি সেগুয়া বলেন, ‘তাকে টুইটার থেকে ব্লক করায় তার দেশ সম্পর্কে তথ্য অ্যাক্সেসে তার অধিকার লঙ্ঘন করা হয়েছে।’ মামলাটিতে দুজন সরকারি কর্মকর্তার নামও রযেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, হিলারি সেগুয়া তার টুইটারে দেশটির প্রেসিডেন্টের উদ্দেশে একনায়ক লিখে একটি টুইট করেন। আর এই টুইট নজরে পরা মাত্রই তাকে টুইটারে ব্লক করেন প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।
হিলারি সেগুয়া জানান, তাকে ব্লক করায় টুইটারে সরকারি নীতিমালা সম্পর্কে থাকা তথ্য জানতে বাধাগ্রস্ত করা হয়েছে। আর এই ঘটনায় অপমানিতবোধ করে আদালতে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই শিক্ষার্থী।
তিনি বলেন, ‘প্রেসিডেন্টের টুইটে দেশ সম্পর্কে তথ্য রয়েছে। কিন্তু আমাকে ব্লক করায় ওই তথ্যগুলো জানতে পারিনি। যা আমার বাক-স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে এবং তাকে (প্রেসিডেন্ট) অবশ্যই আমাকে আন-ব্লক করতে হবে।’
উগান্ডার দুই সরকারি কর্মকর্তার একজন হলেন দেশটির সরকারের মুখপাত্র ওফয়োনো ওপোন্ডো। তিনি জানিয়েছেন, এই শিক্ষার্থীর টুইটগুলো আক্রমণাত্মক ছিল বলে তাকে ব্লক করা হয়। তিনি টুইটার পোস্ট ছাড়া ইন্টারনেটেও উগান্ডার সরকার সম্পর্কিত তথ্য পেতে পারেন।