স্বদেশ ডেস্ক:
জাতীয় সংসদের উপনেতার পদটিতে বসতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি। দলের সংসদীয় কমিটির একাধিক সদস্য আমাদের সময়কে এ তথ্য নিশ্চত করেছেন।
সূত্র জানায়, যে কোনো সময় এ সংক্রান্ত বিষয়ের আনুষ্ঠানিক ঘোষণা হবে। এর আগে আওয়ামী লীগ সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর এ পদে ছিলেন। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘একজন নারীকেই সংসদ উপনেতা করব।’ গতকাল বুধবার এ বিষয়টি চূড়ান্ত হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এর আগে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।