বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

এনজিওদের ব্যবসায়ী মনোভাব ত্যাগের পরামর্শ হানিফের

এনজিওদের ব্যবসায়ী মনোভাব ত্যাগের পরামর্শ হানিফের

স্বদেশ ডেস্ক: রোহিঙ্গা ইস্যু নিয়ে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ব্যবসায়ী মনোভাব ত্যাগ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ অডিটরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘আজকে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা গোটা বিশ্ববাসীর সমস্যা। আমরা সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সারা বিশ্বে মানবতা প্রতিষ্ঠা করতে চাই। রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বকে এগিয়ে আসতে হবে। আমি অনুরোধ জানাবো যে সমস্ত উন্নত রাষ্ট্র আছে,আপনারা যারা সবসময় মানবতার কথা বলেন আপনাদের আরও সোচ্চার ভূমিকা দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করুণ। যাতে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যায়। আপনারা আরও দায়িত্বশীল মনোভাব তৈরি করুন। এই রোহিঙ্গাদের নিয়ে এনজিওদের শুধু ব্যবসার মনোভাব ত্যাগ করে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করুণ, এটাই আমরা চাই।’

‘রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। এখানে ফাঁদে পড়ার কিছু নেই। এই অসহায় মানুষদের আশ্রয় দিয়ে মানবতা দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা’-আরও যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877