শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইজতেমা উপলক্ষে সতর্ক করল মার্কিন দূতাবাস

ইজতেমা উপলক্ষে সতর্ক করল মার্কিন দূতাবাস

স্বদেশ ডেস্ক:

ঢাকার মার্কিন দূতাবাস আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে সতর্কতা জারি করেছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে দুই পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার, যা চলবে তিন দিন।

মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মানুষের এই জমায়েত যানবাহন চলাচলে বেশ প্রভাব ফেলবে। বড় সড়কের অনেকগুলোতেই যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই দিনগুলোয় ঢাকা ও আশপাশের এলাকায় ভ্রমণের কর্মসূচি থাকলে তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ট্রানজিট যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরমুখী উড়োজাহাজের যাত্রীদের টিকিট সঙ্গে রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে পুলিশ চেকপোস্টে দেখানো যেতে পারে।

চলাচলের পথে বড় সমাবেশ, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দেখলে বাড়তি সতর্কতা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। ইজতেমার দিনগুলোয় দূতাবাসের স্বাভাবিক কাজকর্ম চলবে।

উল্লেখ্য, ইজতেমার তিন দিনব্যাপী দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ২০ জানুয়ারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877