স্বদেশ ডেস্ক:
আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গতকাল বুধবার সকাল থেকেই ছিল তীব্র যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। বিশেষ করে মতিঝিল ও পল্টনমুখী সড়কে যানজট ছিল বেশি। রাজধানীর অন্যান্য অংশেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। যানজটে মোটরসাইকেল আরোহীরা কিছুটা স্বস্তিতে থাকলেও বেশি ভোগান্তি পোহাতে হয়েছে বাস ও অটোরিকশা
যাত্রীদের। সড়কে দায়িত্বরত
ট্রাফিক পুলিশের সদস্যরা জানিয়েছেন, নয়াপল্টন ছাড়াও কয়েকটি স্থানে বিএনপিসহ সরকারবিরোধীরা এ দিন সকাল থেকে গণঅবস্থান কর্মসূচি পালন করছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি পালন করেছেন ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে। এ কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে দুপুর গড়াতেই যানজট কিছুটা স্বাভাবিক হয়ে আসে।
দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে ওয়েলকাম পরিবহনের যাত্রী মাসুদ মিয়া জানান, তিনি সাভার থেকে গুলিস্তানে যাচ্ছেন। ফার্মগেটের আগপর্যন্ত যানজট কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু ফার্মগেট থেকে কারওয়ানবাজারে এসে তীব্র যানজট শুরু হয়। ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত আসতে তার প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে। বেলা আড়াইটার দিকে গাজীপুর থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক বাসের চালক মো. সিদ্দিক বলেন, সকালে তো এ রাস্তা দিয়ে চলাচল
করা যায়নি। এখন একটা ট্রিপ নিয়ে সদরঘাট যাচ্ছি। কিন্তু শান্তিনগর থেকে গাড়ি আর সামনে এগোচ্ছে না।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গতকাল রাজধানীতে গাড়ির চাপ বেশি থাকায় কিছু রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ায় যানজট বাড়ে। তবে রাস্তার পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করেছে। বিকালে যানজট কমলেও কোনো কোনো এলাকায় এর রেশ ছিল রাত পর্যন্ত।