শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণ, নিহত ২০

কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণ, নিহত ২০

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই এক ব্যক্তি হাতে থাকা একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটায়। এ সময় হতাহতের ঘটনাটি ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কাবুল। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ সংস্থা এএফপির গাড়িচালক জামশেদ করিমি বলছেন, ‘আমি দেখেছি একজন ব্যক্তি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছেন।’

জামশেদ করিমির বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, এই বিস্ফোরণ কোনো আত্মঘাতী বোমা হামলা হতে পারে।

তিনি বলেন, ‘আমি অন্তত ২০ থেকে ২৫ জনকে দেখেছি। আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছেন বা আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, লোকটি আমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট শব্দ হয়।

স্থানীয় বাসিন্দা ও সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মন্ত্রণালয়ের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। সরকারের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং কোনো সংগঠনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি এখনো।

সূত্র : আলজাজিরা ও হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877