মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

১৬ জানুয়ারি সারাদেশে মিছিল সমাবেশের ঘোষণা বিএনপি’র

১৬ জানুয়ারি সারাদেশে মিছিল সমাবেশের ঘোষণা বিএনপি’র

স্বদেশ ডেস্ক:

নির্দলীয় সরকারের এবং ১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি দেশের উপজেলা, জেলা, মহানগরসহ বিভাগীয় শহরে মিছিল সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ বুধবার নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ১০ দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সারাদেশে মহানগর, জেলা, উপজেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণ-অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সঞ্চলনায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877