শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এবার বিপিএলের প্রশংসা করলেন সাকিব

এবার বিপিএলের প্রশংসা করলেন সাকিব

স্বদেশ ডেস্ক:

বিপিএলের শুরু থেকেই নানান সঙ্কটে ক্ষুদ্ধ ছিলেন সাকিব আল হাসান। প্রথমে ডিআরএস নিয়ে বোমা ফাঁটান, কথা বলেন বিপিএল এবং বোর্ডের অনৈতিকতা নিয়েও। মাঠের মাঝেই বাজে আম্পায়ারিং নিয়েও করেন প্রতিবাদ। তবে এবার আর প্রতিবাদ কিংবা ক্ষোভ প্রকাশ নয়, বিপিএলের প্রশংসা করলেন সাকিব আল হাসান।

আজ ইয়ামাহার ব্রান্ড এম্বাসেডর হিসেবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে নানা আলোচনার এক পর্যায়ে এবারের বিপিএলের উইকেটের প্রশংসা করেন সাকিব। যেই উইকেট সম্পর্কে এক সময় সাকিব বলেছিলেন, ‘এই উইকেটে কেউ কয়েকটা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে’। এবার সুর পাল্টে মিরপুরের উইকেট নিয়ে প্রশংসা ঝরলো তার কণ্ঠে।

অবশ্য সাকিবের এমন সুর পাল্টানোর পেছনে কারণও আছে। এবারের বিপিএলে উইকেট থেকে বেশ পরিমাণে রান আসছে। মাঝে মাঝে কয়েকটা ম্যাচ নয়, বরং ধারাবাহিকভাবেই রানের ফোয়ারা ফুটছে। এমনকি সাকিবের দল বরিশাল ১৯৫ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ বাঁচাতে পারেনি।

সাকিব বলেন, ‘দেখুন এবারের বিপিএলে উইকেট অনেক ভালো। মিরপুরে সাধারণত এত ভালো উইকেট আমরা পাই না। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়। এ কারণেই এত বেশি রান হচ্ছে। আর মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। এক্সাইটিং হচ্ছে।’

সাকিব প্রশংসা করেছেন এবারের আসরে আলো ছড়ানো তরুণ ক্রিকেটারদেরও। জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আগামীর সম্ভাবনাদের নিয়ে বেশ প্রফুল্ল সাকিব। তিনি বলেন, ‘শান্ত, তৌহিদ, জাকিররা খুবই ভালো ব্যাটিং করছে। অন্যান্য দলের স্থানীয় ব্যাটাররাও ভালো ব্যাটিং করছে। এটা আমাদের জন্য ভালো একটা দিক।’

তবে টুর্নামেন্টের শুরুর ধাপে বোলারদের পারফরম্যান্সে খুশি নন সাকিব আল হাসান। ভালো উইকেটে কিভাবে বল করতে হয়, তা শিখতে বলেছেন বোলারদের। তিনি বলেন, উইকেট ভালো, ব্যাটাররা সুযোগ পাচ্ছে রান করার। আগে ৩০-৪০ হতো, এখন ৭০ হচ্ছে। এরপর শিখে যাবে কিভাবে এক শ’ করতে হয়। তবে আমাদের দেশীয় বোলাররা কিন্তু ভালো বল করছে না। ভালো উইকেটে কিভাবে বোলিং করতে হয়, সেটাও আমাদের শিখে নিতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877