স্বদেশ ডেস্ক:
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকাল সাড়ে দশটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়।
এতে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ হাজারও নেতাকর্মী। বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই নয়াপল্টন সড়কের উপর অবস্থান করছেন।
ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে প্রবেশ করছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টনে। কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। বিভিন্ন পয়েন্টে বাজানো হচ্ছে দলীয় সংগীত।
বিএনপির এই গণঅবস্থানের প্রধান অতিথি হিসেবে অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে কর্মসূচির সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত। সমাপনী বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের ৩য় ধাপের কর্মসূচি ঘোষণা করবেন।