স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর নিউইয়র্কে ব্রুকলিনের কুনিআইল্যান্ড অ্যাভিনিউর পাঞ্জাব রেস্টুরেন্টে এ শপথ অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার হেলাল সোহেল। তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সোসাইটির ট্রাস্টি, উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শপথগ্রহণ শেষে সোসাইটির নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপিতেত্ব ও সেক্রেটারি ইউসুফ জসিমের সঞ্চালনায় ট্রাস্টি, উপদেষ্টা ও কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সেক্রেটারি জাহিদ মিন্টু, খোকন মোশারফ, রমেশ চন্দ্র দেবনাথ, নজীর ভাণ্ডারী, ছালামত উল্যা, তাজু মিয়া। সভাপতির বক্তব্যে নাজমুল হাসান মানিক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সদস্যদের (ভোটার) ধন্যবাদ জানান। শপথ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যয় ব্যাক্ত করেন।