সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে রাজশাহী নগরীতে আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় এসব তথ্য জানান বক্তারা। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও বেসরকারি সংস্থা পাথ।
কর্মশালায় জানানো হয়, মূলত কিউলেক্স মশার কামড়ে ছড়ানো জাপানি এনসেফালাইটিস ভাইরাস দেশের ৩৬ জেলায় শনাক্ত হয়েছে। সংক্রমণে এগিয়ে আছে রাজশাহী ও রংপুর বিভাগ। মে থেকে ডিসেম্বর মাসে বেশি সংক্রমণ হওয়া এ ভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে শিশুরা। গ্রামাঞ্চলে মশার বংশবৃদ্ধি হওয়া এলাকায় এ ভাইরাসের বেশি সংক্রমণ হয়ে থাকে।
গবেষকরা জানান, গত ১০ বছরের পরিসংখ্যানে রংপুর বিভাগে সর্বোচ্চ ৪৫ শতাংশ জাপানি এনসেফালাইটিস ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগে শনাক্তের হার ৩০ শতাংশ। সবচেয়ে কম আক্রান্ত বিভাগ বরিশাল ও সিলেট। এ দুই বিভাগে আক্রান্ত হয়েছে মাত্র এক শতাংশ রোগী। পরিসংখ্যানে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আট ও ৯ শতাংশ রোগী আক্রান্ত পাওয়া গেছে।