শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

এবার উল্টো আচরণ, মিয়ানমার ছাড়ার চেষ্টা করায় ১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

স্বদেশ ডেস্ক:

লাখ লাখ রোহিঙ্গাকে দেশ থেকে বের করেও দিলেও এবার উল্টো আচরণ করল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। এবার স্বেচ্ছায় দেশ ছাড়ার চেষ্টা করলে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ১১২ জনকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। যার মধ্যে ১২ জন শিশুও রয়েছে।

জানা গেছে, বৈধ কোনও কাগজপত্র ছাড়া মিয়ানমার ছাড়ার চেষ্টা করায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “দক্ষিণাঞ্চলের আয়াবতি অঞ্চলের বোগালে শহরের একটি আদালত গত ৬ জানুয়ারি ১১২ জনের দলটিকে এ কারাদণ্ড দেন।”

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের ডিসেম্বরে তাদের আটক করা হয়। তাদের কোনও বৈধ কাগজপত্র ছাড়া একটি ইঞ্জিন চালিত নৌকায় পাওয়া যায়।

যে ১২ জন শিশুকে কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজনের বয়স ১৩ বছরের কম। এই পাঁচ শিশুকে দুই বছরের দণ্ড দেওয়া হয়েছে। আর বাকি শিশুদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সব শিশুকে ‘শিশু প্রশিক্ষণ কেন্দ্রে’ নিয়ে যাওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: গ্লোবাল নিউ লাইটআল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ