নিজের অ্যাপার্টমেন্টে তরুণীকে ফটোসেশনের জন্য ডেকে নিয়ে যৌন হেনস্থা করে গ্রেপ্তার হয়েছেন অভিনেতা-পরিচালক মন্দার কুলকার্নি। এক ১৭ বছরের তরুণীর ফটোশুট চলাকালে তাকে যৌন হেনস্থা করেছেন অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
২৪ বছর বয়সী মন্দার পেশায় অভিনেতা-পরিচালক। বেশ কয়েকটি মারাঠি বিজ্ঞাপন ও থিয়েটারে কাজ করেছেন তিনি। এমনই একটি কাজের এক ওয়ার্কশপে ওই তরুণীর সঙ্গে তার আলাপ-পরিচয় হয়।
থানায় এফআইআর দায়ের করে ওই তরুণী জানান, পরিচয়ের পর গত ১৬ আগস্ট মন্দার ওই মেয়েটিকে নিজের অ্যাপার্টমেন্টে ডেকে আনেন ফটোসেশনের কথা বলে। কয়েকটি পোশাক বদলে তরুণীর কিছু ছবি তুলতে হবে বলে জানায় মন্দার। সেখানে বিকিনি পরিয়ে তার কিছু ছবি তোলা হয়। ওই সময় নানাভাবে মেয়েটিকে যৌন হেনস্থা করা হয় বলে ওই তরুণী অভিযোগ করেন।
ওই অভিযোগের ভিত্তিতে গত ২৩ আগস্ট মন্দার কুলকার্নিকে গ্রেপ্তার করে পুলিশ।