রবিবার, ১২ মে ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চলতি বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী

চলতি বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী

স্বদেশ ডেস্ক:

চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী।

রোববার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বিষয়টি জানান।

সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ৫৮ হাজার ৬২৮ জন। ২০১৯ সালে তা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছিল।

কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেয়া হয়েছিল।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

এটা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877