মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

অবশেষে তুরস্কের যে দাবি মেনে নিল যুক্তরাষ্ট্র

অবশেষে তুরস্কের যে দাবি মেনে নিল যুক্তরাষ্ট্র

স্বদেশ ডেস্ক:

মার্কিন কুটনীতিকেরা এবং সরকার এবার থেকে তুরস্ককে তুর্কিয়ে বলেই সম্বোধন করবেন। অবশেষে তুরস্কের অনুরোধ মানলেন দেশটি।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর এই সদস্য দেশকে তারা তুর্কিয়ে বলেই ডাকবে।

তুরস্ককের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান কয়েক মাস আগেই সব দেশকে অনুরোধ জানিয়েছিলেন, তারা যেন তুরস্ককে তার্কি না বলে, তুর্কিয়ে বলে। তার্কি হলো উত্তর অ্যামেরিকার একটি পাখির নাম। তাই তারা নামে বদল এনেছেন। জানুয়ারিতে তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যামেরিকা সফর করবেন। তার আগে নাম পরিবর্তন মেনে নিল যুক্তরাষ্ট্রে।

কেন মানল অ্যামেরিকা?
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, তুর্কিয়ের দূতাবাস থেকে আগেই এই পরিবর্তন মেনে নেওয়ার অনুরোধ করেছিল। তাদের সেই অনুরোধ মেনে নেওয়া হয়েছে। এবার তাদের প্রস্তাবিত বানানই অনুসরণ করা হবে।

চলতি মাসের শেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সদস্য করার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তার আগেই নামবদল মেনে নেওয়া হয়েছে।

এর আগে জাতিসংঘ, ন্যাটো, ক্যানাডা, ভারত, নিউজিল্যান্ড নাম পরিবর্তন মেনে নিয়েছে। এবার মানল যুক্তরাষ্ট্র। ফলে তার্কি নামক পাখির নাম থেকে আলাদা হয়ে তুরস্ক হলো তুর্কিয়ে।

সূত্র: এপি, এএফপি, রয়টার্স, ডয়েচ ভেল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877