মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ

মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ

স্বদেশ ডেস্ক:

২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি গণমাধ্যমকে জানান। ওই দিন মির্জা আব্বাস ও একই মামলার আসামি তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

advertisement

এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমপশন (দুদক)।

advertisement 4

দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। কিন্তু এ সম্পদের স্বপক্ষে আফরোজা যৌক্তিক কোনো দালিলিক তথ্য-প্রমাণ দিতে পারেননি। মূলত মির্জা আব্বাস ১৯৯১ থেকে ১৯৯৫ ও ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য, মেয়র ও মন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এই অবৈধ সম্পদ অর্জন করেন।

পরবর্তীতে এসব সম্পদের বৈধতা দিতে স্ত্রী আফরোজা আব্বাসের নামে হস্তান্তর করেন। আব্বাসের সহযোগী হিসেবে অবৈধ সম্পদের ভাগিদার হওয়া স্ত্রীকেও আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।

২০১৯ সালে শাহজাহানপুর থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের কর্মকর্তা মো. সালাউদ্দিন মামলাটি করেন। এরপর বেশ কয়েকজন কর্মকর্তার হাত ঘুরে দুদকের উপ-পরিচালক নুরুল হুদা এ মামলার তদন্তের দায়িত্ব পান। সম্প্রতি মামলার তদন্ত প্রতিবেদন দুদকে দাখিল করলে তা অনুমোদন করা হয়। এরপর মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

1Shares
facebook sharing button
twitter sharing button

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877