সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

‘ভারতীয় দলে’ শেষ হচ্ছে ধোনি অধ্যায়……!

‘ভারতীয় দলে’ শেষ হচ্ছে ধোনি অধ্যায়……!

স্বদেশ ডেস্ক: সারা জীবন মহেন্দ্র সিং ধোনি খেলবেন না। ভারতীয় দলে ধোনির প্রয়োজন ফুরিয়ে এসেছে বলে মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মারাত্মক স্ট্রাইক রেট আর ম্যাচ ফিনিশিংয়ে এক অদম্য পারদর্শিতা! ভারতীয় দলে ধোনি নামটার পাশে যেন এই শব্দগুলি খুবই মানানসই। কিন্তু সেই বটগাছের ছায়ায় আর কত দিন? ধোনির অবসর নেওয়ার সময় হয়েছে বলে ইঙ্গিত দিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “ভারতীয় দলকে এবার ধোনিকে বাদ দিয়ে ভাবতে হবে। সারা জীবন একটা মানুষ খেলা চালিয়ে যেতে পারে না কখনো। আমি মনে করি, ধোনিকে নিজের সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে।” “জুতোটা প্রত্যেক ক্রিকেটারকেই একদিন না একদিন ঝুলিয়ে রাখতে হবে! এটাই খেলার নিয়ম। ফুটবলে মারাদোনাকেও ছাড়তে হয়েছে। এখনো অবধি ফুটবলের ইতিহাসে তার মতো খেলোয়াড় দুনিয়া দেখেনি। টেন্ডুলকার, লারা, ব্র্যাডম্যান-সকলকেই খেলা ছাড়তে হয়েছে। সিস্টেমটা ঠিক এমনই। এই দৃশ্যটা ধোনির ক্ষেত্রেও সেই একই।”
সৌরভের অধিনায়কত্বেই একদিন ভারতীয় ক্রিকেট দলে হাতেখড়ি হয়েছিল ধোনির। সেই সৌরভ যখন খেলা ছাড়লেন, তখন ধোনি অধিনায়ক। ক্রিকেটের তারকাদের নামও উল্লেখ করে জগতের নিয়মটা ধোনিকে মনে করিয়ে দিয়েছেন সৌরভ, “ধোনি, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকারদের মতো খেলোয়াড়রা যত দিন খেলবে তত দিন তাদের প্রতি আশা মানুষের থাকবে। ধোনির এবার ভাবা উচিত। সঙ্গে টিম ইন্ডিয়ারও। একজন খেলোয়াড় নিজেই জানে যে, তার তেলট্যাঙ্কে কতটা তেল এখনো মজুত রয়েছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877