স্বদেশ ডেস্ক:
সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো, রান খরায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। ফলে সমালোচনাও আসছিল ধেঁয়ে। তবে সেই সমালোচনা যেন গায়েই মাখলেন না ডেভিড ওয়ার্নার। বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিয়ে দিয়েছেন সব সমালোচনার। ২০০ রানে অপরাজিত থেকেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন তিনি। বন্ধু স্টিভেন স্মিথের সাথে ওয়ার্নারের ২৩৯ রানের জুটি দলকে এগিয়ে নিয়ে বড় লক্ষ্যের দিকে।
৩২ রান নিয়ে দিন শুরু করেছিলেন ওয়ার্নার। দলীয় রান তখন ১ উইকেটে ৪৫। সেখান থেকে আজ যখন দিনশেষ করলেন, অস্ট্রেলিয়ার রান তখন ৩ উইকেটে ৩৮৬। মাঝে লাবুশানে ১৪ রান করে রান আউটের শিকার হলেও, স্টিভেন স্মিথের সাথে জুটি করে দলকে এগিয়ে নেন ওয়ার্নার। দলীয় ৩১৪ রানের মাথায় ৮৫ রান করে স্মিথ ফিরলেও আগ্রাসী ব্যাট করে দ্বিশতক তুলে নেন ওয়ার্নার।
১৪৪ বলে প্রথম শতক ছোঁয়ার পর ওয়ার্নার দ্বিতীয় শতক আদায় করেন মাত্র ১১০ বলে। তবে ডাবল সেঞ্চুরি উদযাপন করতে গিয়ে বাঁধে বিপত্তি। চোটে পড়ে মাঠ ছেড়েছেন ওয়ার্নার। এমন উদযাপনের কারণও আছে অবশ্য। নিজের শততম টেস্ট খেলতে নেমে যে দ্বিশতক ছুঁয়েছেন তিনি। তার আগে যেই কীর্তি ছিল শুধু জো রুটের।
চোটে পড়ে রিটায়ার্ড আউট হয়েছেন ক্যামেরন গ্রিনও। তবে ৪৮ রান করে মাঠে আছেন ট্রাভিস হেড ও ৯ রান করে অপরাজিত এলেক্স ক্যারি। একটি করে উইকেট নেন কাগিজো রাবাদা ও এনরিখ নর্টজে।
এর আগে টসে জিতে অপ্রত্যাশিতভাবে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। যেখানে ক্যামেরন গ্রিনের ৫ উইকেট শিকারে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বিপরীতে ৭ উইকেট হাতে রেখেই দ্বিতীয় দিনশেষে ১৯৭ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।