সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

করোনায় আক্রান্ত কমেছে, বেড়েছে মৃত

করোনায় আক্রান্ত কমেছে, বেড়েছে মৃত

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৮৫ হাজার ১৭১ জন। মারা গেছেন ৯১৫ জন। গতকাল রোববার আক্রান্ত হয়েছিল চার লাখ ৫৩ হাজার ২২ জন। আর মারা গিয়েছিল ৮৩৬ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সোমবার বেলা ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৬ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৮৬ হাজার ২০৭ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৩ কোটি ৪৪ লাখ এক হাজার ১৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৯৫ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১৬ হাজার ৮৪ জন। তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ৩৭৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৯৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৭৫৭ জন। আর মারা গেছে এক লাখ ৬১ হাজার ১৫২ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭২ লাখ ১১ হাজার ৯৩৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬০ হাজার ৭৬৮ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬১ লাখ ৭১ হাজার ১৫৪ জন। মারা গেছে ছয় লাখ ৯২ হাজার ৯৩৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877