শনিবার, ২৫ মে ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

পদ বদলালেও কাজ করতে আপত্তি নেই: ওবায়দুল কাদের

পদ বদলালেও কাজ করতে আপত্তি নেই: ওবায়দুল কাদের

স্বদেশ ডেস্ক:

নিজের সফলতা ও ব্যর্থতার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাজ করতে গেলে ভুলত্রুটি হবেই। ‘আই অ্যাম নট পারফেক্ট লিডার’, আমি মনে করি একেবারে পারফেক্ট হওয়া সম্ভব নয়। আর নতুন কমিটিতে পদ বদলে গেলেও কাজ করে যেতে আপত্তি নেই।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি জানাতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘মহামারীর জন্য আমরা একটা বছর কাজ করতে পারিনি। এর মধ্যে আমার সহকর্মীরা অনেক সহযোগিতা করেছেন, কাজ করেছেন। আমাদের সহযোগী সংগঠন, মহানগর আওয়ামী লীগ কাজ করেছে। আমি মনে করি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন আমাদের সবচেয়ে বড় সাফল্য।’
তিনি বলেন, ‘কে কোন দায়িত্বে, সেটা ব্যাপার না। দায়িত্ব বদলালেও তো আমরা এই দলেই আছি। আওয়ামী লীগ ক্ষমতাসীন দল। ক্ষমতাসীন দলে কিছু সমস্যা থাকে। আজ কেউ আছেন, তিনি আবারও থাকতে চাইবেন। আবার নতুন কারও আকাক্সক্ষা থাকতে পারে। এখানে দুই আকাক্সক্ষার মধ্যে একটা সাংঘর্ষিক বিষয় অনেক সময় হয়ে যায়, সেটাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে একটা প্রতিক্রিয়া থাকে। এই বিষয়টা পৃথিবীর সব দেশেই আছে, আমাদের এখানেও আছে।’

ওবায়দুল কাদের বলেন, এবারই প্রথম তৃণমূল পর্যায়ে সবচেয়ে বেশি সম্মেলন হয়েছে আওয়ামী লীগের। দলের প্রতি তরুণ ও নারীদের আগ্রহ বেড়েছে। আওয়ামী লীগ তার ‘স্বকীয় ধারায়’ এগিয়ে যাচ্ছে।

দেশে এখন আওয়ামী লীগের সংখ্যা বেশি, এ বিষয়টাকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নারীদের আজ গ্রামেও দেখবেন। আমি আগে আমার এলাকায় ১০ জন নারীকে মিটিংয়ে দেখিনি, এখন শত শত। এটা সারা বাংলাদেশে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও সফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. অবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কার্যনিবাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, রিয়াজুল কবির কাওছার, সাহাবুদ্দিন ফরাজি, আনোয়ার হোসেন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877