শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র বিজয় দিবস উদযাপন : বর্ণিল শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র বিজয় দিবস উদযাপন : বর্ণিল শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা

স্বদেশ ডেস্ক: নিউইয়র্কের ব্রঙ্কসে বিজয় শোভাযাত্রা ও মেলা আয়োজনের মধ্য দিয়ে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫২ তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে গত ১৮ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নৃত্য, মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান, মঞ্চনাটক স্মৃতি ৭১ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানস্থলে ছিল খাবার ও পোশাকের স্টল। শ্রদ্ধা-ভালোবাসার এ আয়োজনে স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র। এদিন বিকেলে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির সামনে থেকে বর্ণিল বিজয় শোভাযাত্রা শুরু হয়ে স্টারলিং-বাংলাবাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুল অনুষ্ঠানস্থল সেন্ট হেলেনা ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পল্লব সরকার ও সাংবাদিক আশরাফুল হাসাস বুরবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধন করেন আহাদ আলী সিপিএ। গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ক্যারীনেস রেইস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, রাজনীতিক আবদুর রহিম বাদশা, মুলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, হাসান আলী, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন, কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হোসেন, জামাল আহমেদ, অনুষ্ঠানের আহ্বায়ক মাকসুদা আহমদ, সদস্য সচিব শাহ বদরুজ্জামান রুহেল, কর্মকর্তা সালমা সুমি। কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। মঞ্চনাটক স্মৃতি ৭১ মঞ্চায়ন করে ঢাকা ড্রামা। সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায়, বাউল কালা মিয়া ও শিল্পী শারমিন তানিয়া। নৃত্য পরিবেশন করেন মায়া এঞ্জেলিকা। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। আয়োজক সংগঠনটির সভাপতি সাইদুর রহমান লিংকন এবং সাধারণ সম্পাদক পল্লব সরকার অনুষ্ঠানে সহযোগিতা সহ অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877