শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

বিএনপি নির্বাচনে অংশ না নিলে অপূর্ণতা থেকে যাবে: সিইসি

বিএনপি নির্বাচনে অংশ না নিলে অপূর্ণতা থেকে যাবে: সিইসি

স্বদেশ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে অপূর্ণতা থেকে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে অপূর্ণতা থেকে যাবে। তাহলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে না। নির্বাচন হোক প্রতিদ্বন্দ্বিতামূলক। আমি চাই সব দল অংশগ্রহণ করুক এবং সবার অংশগ্রহণে একটি সংসদ গঠিত হোক।’
সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন অঙ্গীকারপদ্ধ উল্লেখ করে সিইসি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। সব ভোটার যেন ভোটকেন্দ্রে এসে, নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা এই কাজটি বাস্তবায়ন করতে চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা আমাদের নেই। তাছাড়া ইভিএম ছিনিয়ে নেওয়া বা জাল ভোট দেওয়া সম্ভব নয়। অন্য কেউ আপনার ভোট দিতে হলেও আপনাকে আসতে হবে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা অনেক আধুনিক। তারপরও আমরা এর গতি আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ করছি।’

সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অনেক বড় ঘাটতি রয়েছে। আমাদের নির্বাচনী সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের ভোটারদের মন মনসিকতায় ঘাটতি রয়েছে। কোনো ঘাটতিই থাকবে না, যদি আমরা ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারি।’

বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল-আহসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877