স্বদে ডেস্ক:
“থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে । স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে দিবটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। তিনি বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নিউইয়র্ক কনস্যুলেট কর্তৃক প্রদত্ত কনস্যুলার ও কল্যাণ সেবার সংখ্যা ও মানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটসমূহ প্রবাসীদের দ্রুত সেবা প্রদানে সচেষ্ট ও বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন। সরকারের প্রবাসী বান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে তিনি সকলকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল ড. ইসলাম। তিনি বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি কনস্যুলেটে আগতদের আন্তর্জাতিক অভিবাসী দিবসের অভিনন্দন জানিয়ে বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের আহবান জানান। বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার বিষয়ে তিনি সকলকে অবহিত করেন। দেশের অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনালী এক্সচেঞ্জের সিইও দেবশ্রী মিত্র।
আগত সেবাপ্রার্থীরা কনস্যুলেটের সেবায় তাঁদের সন্তুষ্টি প্রকাশ করে এ বিশেষ আয়োজনের জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানান।